Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের নিমিত্তে প্রতি তিন মাস পরপর শুধুমাত্র মহিলাদের নিম্নলিখিত ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়।


ক্র. নং

ট্রেডের নাম

শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে)

প্রশিক্ষণার্থীর সংখ্যা

বয়স (বছর)

ফরম বিতরণের তারিখ ও সময়

ফ্যাশন ডিজাইন

৮ম শ্রেণী

২৫ জন

১৬-৪৫

প্রতি তিন মাস পর পর

অনলাইনে আবেদন সংগ্রহ করা হয়।

বেবি কেয়ার এন্ড হাউজ কিপিং

৮ম শ্রেণী

২৫ জন

১৬-৪৫

উল্লেখিত ট্রেডে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণপূর্বক ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি মোবাইলে জানানো হয়

[বিঃ দ্রঃ প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত ভাতা ২০০/- (একশত) টাকা হারে প্রদান করা হয় এবং বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।]

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ কপি, ২। পাসপোর্ট সাইজের ছবি- ০২ কপি, ৩। শিক্ষাগত যোগ্যতার সনদ- ০১ কপি ও ৪। নাগরিক সনদ- ০১ কপি।