Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা বিষয়ক অধিদপ্তর

কালিয়াকৈর, গাজীপুর

www.dwa.kaliakair.gazipur.gov.bd


একনজরে সেবা সমূহ:

ক্র. নং

সেবার নাম

সময়

যোগাযোগ

সেবামূল্য

মন্তব্য

০১

ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচি

ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) চক্র জানুয়ারি মাস হতে ০২ বছরের জন্য।

অক্টোবর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদে অথবা ওয়েব সাইডে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স ২০-৫০ বছরের মধ্যে হতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর

ইউনিয়ন পরিষদ (সকল ), কালিয়াকৈর, গাজীপুর।

বিনামূল্যে এই সেবা প্রধান করা হয়

উপকারভোগী নির্বাচিত হওয়ার পর প্রতিমাসে ৩০ কেজি হারে ০২ বছর পর্যন্ত পুষ্টি অথবা সাধারণ চাল পেয়ে থাকেন।

০২

মা ও শিশু সহায়তা কর্মসূচি

উপকারভোগীকে কমপক্ষে ৪-৬ মাসের  গর্ভধারণ থাকতে হবে।

উপকারভোগীর বয়স সর্বনিমণ ২০ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর

ইউনিয়ন পরিষদ (সকল ), কালিয়াকৈর, গাজীপুর।

বিনামূল্যে এই সেবা প্রধান করা হয়

১ম অথবা ২য় গর্ভধারণ কালে জীবনে একবার এই সেবা পাওয়া যায়।

নির্বাচিত হওয়ার পর প্রতিমাসে ৮০০/- টাকা হারে ০৩ বছর পর্যন্ত এই সেবা পাওয়া যায়।

০৩ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম ১ বছর বা ২ বছর মেয়াদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর
 কিছু শর্তসাপেক্ষে ৫% হারে এই ঋণ প্রদান করা হয়ে থাকে ঋণ গ্রহিতাকে অবশ্যই মহিলা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমিতির সদস্য হতে হবে

০৪

ফ্যাশন ডিজাইন

বেবি কেয়ার ও হাউজকিপিং


জুলাই-সেপ্টেম্বর

 অক্টোবর-ডিসেম্বর

 জানুয়ারি- মার্চ

এপ্রিল- জুন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর

যোগাযোগ:- ০২-৯২০৩১০২

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

০৬

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন সারা বছর

অনুদান প্রতি বছর একবার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর

যোগাযোগ:- ০২-৯২০৩১০২

নিবন্ধন ফি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং নিবন্ধনের পর নবায়ন ফি প্রতি বছর ২০০০/- (দুই হাজার) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে দিতে হবে

www.cboreg.dwa.gov.bd ওয়েব সাইডের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পাদন করা হয়।



০৭

আইনগত সহায়তা প্রদান

চলমান কর্মসূচি সারাবছর ব্যাপী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর

যোগাযোগ:- ০২-৯২০৩১০২

বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

-

০৮

কিশোর-কিশোরী ক্লাব

প্রতি সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার) এই কার্যক্রম চলমান।

প্রত্যেকটি ক্লাব ১০-১৯ বছর বয়সী  ১০ জন কিশোর ও ২০ জন কিশোরী নিয়ে গঠিত।

প্রতিটি কিশোর-কিশোরীকে ১ বছরের জন্য নির্বাচন করা হয় এবং বছর শেষে সনদ প্রদান করা হয়।

  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
  • ইউনিয়ন পরিষদ।
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত নির্ধারিত ক্লাব।
  • বছরে ক্লাব প্রতি ২০ জন কিশোরী ও ১০ কিশোর কে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের বিভিন্ন সৃজনশীল, গঠনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জীবন দক্ষতা বৃদ্ধি। এছাড়া ক্যারাটে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তাসহ নারী নির্যাতন রোধে কিশোর-কিশোরীদের সক্ষম করে তোলা হয়। ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মনো-সামাজিক আচরণ,  একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক, সমমনোভাবাপন্ন, SRHR প্রতিহতকরণে দক্ষতা উন্নীতকরণ এবং GBV প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ করা হয়।