মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের নিমিত্তে প্রতি তিন মাস পরপর শুধুমাত্র মহিলাদের নিম্নলিখিত ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়।
ক্র. নং |
ট্রেডের নাম |
শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে) |
প্রশিক্ষণার্থীর সংখ্যা |
বয়স (বছর) |
ফরম বিতরণের তারিখ ও সময় |
১ |
ফ্যাশন ডিজাইন |
৮ম শ্রেণী |
২৫ জন |
১৬-৪৫ |
প্রতি তিন মাস পর পর অনলাইনে আবেদন সংগ্রহ করা হয়। |
২ |
বেবি কেয়ার এন্ড হাউজ কিপিং |
৮ম শ্রেণী |
২৫ জন |
১৬-৪৫ |
উল্লেখিত ট্রেডে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণপূর্বক ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি মোবাইলে জানানো হয়
[বিঃ দ্রঃ প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত ভাতা ২০০/- (একশত) টাকা হারে প্রদান করা হয় এবং বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।]
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ কপি, ২। পাসপোর্ট সাইজের ছবি- ০২ কপি, ৩। শিক্ষাগত যোগ্যতার সনদ- ০১ কপি ও ৪। নাগরিক সনদ- ০১ কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস