গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা বিষয়ক অধিদপ্তর
কালিয়াকৈর, গাজীপুর
www.dwa.kaliakair.gazipur.gov.bd
একনজরে সেবা সমূহ:
ক্র. নং |
সেবার নাম |
সময় |
যোগাযোগ |
সেবামূল্য |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
০১ |
ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচি |
ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) চক্র জানুয়ারি মাস হতে ০২ বছরের জন্য। অক্টোবর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদে অথবা ওয়েব সাইডে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ২০-৫০ বছরের মধ্যে হতে হবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর ইউনিয়ন পরিষদ (সকল ), কালিয়াকৈর, গাজীপুর। |
বিনামূল্যে এই সেবা প্রধান করা হয় |
উপকারভোগী নির্বাচিত হওয়ার পর প্রতিমাসে ৩০ কেজি হারে ০২ বছর পর্যন্ত পুষ্টি অথবা সাধারণ চাল পেয়ে থাকেন। |
০২ |
মা ও শিশু সহায়তা কর্মসূচি |
উপকারভোগীকে কমপক্ষে ৪-৬ মাসের গর্ভধারণ থাকতে হবে। উপকারভোগীর বয়স সর্বনিমণ ২০ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর ইউনিয়ন পরিষদ (সকল ), কালিয়াকৈর, গাজীপুর। |
বিনামূল্যে এই সেবা প্রধান করা হয় |
১ম অথবা ২য় গর্ভধারণ কালে জীবনে একবার এই সেবা পাওয়া যায়। নির্বাচিত হওয়ার পর প্রতিমাসে ৮০০/- টাকা হারে ০৩ বছর পর্যন্ত এই সেবা পাওয়া যায়। |
০৩ | মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম | ১ বছর বা ২ বছর মেয়াদী | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর
|
কিছু শর্তসাপেক্ষে ৫% হারে এই ঋণ প্রদান করা হয়ে থাকে | ঋণ গ্রহিতাকে অবশ্যই মহিলা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমিতির সদস্য হতে হবে |
০৪ |
ফ্যাশন ডিজাইন বেবি কেয়ার ও হাউজকিপিং
|
জুলাই-সেপ্টেম্বর অক্টোবর-ডিসেম্বর জানুয়ারি- মার্চ এপ্রিল- জুন |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর যোগাযোগ:- ০২-৯২০৩১০২ |
ঐ |
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। |
০৬ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন সারা বছর অনুদান প্রতি বছর একবার |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর যোগাযোগ:- ০২-৯২০৩১০২ |
নিবন্ধন ফি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং নিবন্ধনের পর নবায়ন ফি প্রতি বছর ২০০০/- (দুই হাজার) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে দিতে হবে |
www.cboreg.dwa.gov.bd ওয়েব সাইডের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পাদন করা হয়।
|
০৭ |
আইনগত সহায়তা প্রদান |
চলমান কর্মসূচি সারাবছর ব্যাপী |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালিয়াকৈর, গাজীপুর যোগাযোগ:- ০২-৯২০৩১০২ |
বিনামূল্যে সেবা প্রদান করা হয়। |
- |
০৮ |
কিশোর-কিশোরী ক্লাব |
প্রতি সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার) এই কার্যক্রম চলমান। প্রত্যেকটি ক্লাব ১০-১৯ বছর বয়সী ১০ জন কিশোর ও ২০ জন কিশোরী নিয়ে গঠিত। প্রতিটি কিশোর-কিশোরীকে ১ বছরের জন্য নির্বাচন করা হয় এবং বছর শেষে সনদ প্রদান করা হয়। |
|
|
ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের বিভিন্ন সৃজনশীল, গঠনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জীবন দক্ষতা বৃদ্ধি। এছাড়া ক্যারাটে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তাসহ নারী নির্যাতন রোধে কিশোর-কিশোরীদের সক্ষম করে তোলা হয়। ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মনো-সামাজিক আচরণ, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক, সমমনোভাবাপন্ন, SRHR প্রতিহতকরণে দক্ষতা উন্নীতকরণ এবং GBV প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস